প্রকাশ : ০১ মে ২০২৫, ২১:১৬
মে দিবসে ফরিদগঞ্জে শ্রমিক দলের র্যালি ও আলোচনা সভা

'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে' এ স্লোগানে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১মে ২০২৫) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দলের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় এসে জড়ো হয়। পরে আগত অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরাফাত চাইনিজ রেস্টুরেন্টের ৩য় তলায় আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আজিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা, পৌর বিএনপির যুগ্ম অহ্বায়ক জামাল হোসেন মিজি, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসলিম পাটওয়ারী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম পিংকু, সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।