শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মে ২০২৫, ২১:০৯

ফরিদগঞ্জে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

ফরিদগঞ্জে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জে মো. হাবিব উল্ল্যা নামে শতবর্ষী বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে বৃহস্পতিবার (১ মে ২০২৫) দুপুরে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানায়, একদিন পূর্বে তার কিছু টাকা হারানোকে কেন্দ্র করে তিনি রাগান্বিত ছিলেন। তবে কোন্ কারণে তিনি আত্মহত্যা করেছে এর কারণ জানা যায়নি।

মৃতের ছেলে নজির আহাম্মদ জানান, তার বাবা হাবিব উল্ল্যার জাতীয় পরিচয়পত্র অনুসারে বর্তমান বয়স ৯৩ হলেও সঠিক বয়স শতবর্ষেরও বেশি। তিনি দীর্ঘদিন স্থানীয় মসজিদে মুয়াজ্জিন ছিলেন। বয়সের কারণে কয়েক বছর পূর্বে সেখান থেকে অবসর নেন।

বৃহস্পতিবার (১ মে ২০২৫) দুপুরে স্থানীয় বাজারে ছিলাম। সেখানে থেকেই বাবার মৃত্যুর সংবাদ পাই। শুনেছি বাবা নিজের ঘরেই রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়