শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ মে ২০২৫, ১৪:৫৩

আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেলা গণফোরামের আলোচনা সভা

শ্রমিকদের স্বার্থে শ্রম আইন বাস্তবায়ন করা হোক

----অ্যাড. সেলিম আকবর

স্টাফ রিপোটার ।।
শ্রমিকদের স্বার্থে শ্রম আইন বাস্তবায়ন করা হোক

বৃহস্পতিবার (১ মে ২০২৫) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা শ্রমিক গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের স্বার্থে শ্রম আইন বাস্তবায়ন করা হোক । শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে আমরা কাজ করে যাবো। মে দিবস একটি ইতিহাস, একটি চেতনার নাম। এই দিনটি কেবল শ্রমিকদের জন্যে নয়, সমগ্র মানবতার জন্যে একটি শিক্ষা ও অনুপ্রেরণার দিন। ১৮৮৬ সালের এই দিনে শিকাগোর সাহসী শ্রমিকেরা রক্ত দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিলো, আজ আমরা সেই অর্জনের আলোতে পথ চলছি। তাই মে দিবস কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের জন্যে নতুন প্রতিজ্ঞা নেয়ার দিন।

জেলা শ্রমিক গণফোরামের সভাপতি আলী আরশাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শহর গণফোরামের সেক্রেটারি মাহমুদুল হাসান সুমন ও শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহিদ বকাউল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সহ-সভাপতি খোকন পোদ্দার, রুহুল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, গণফোরাম নেতা মুনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল, শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, শহর গণফোরামের সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রচার সম্পাদক মিন্টু সরকার, সদর থানার সাবেক সভাপতি মহসিন মিজি, চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের নেতা আতিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা গণফোরামের সভাপতি মামুন গাজী, সাধারণ সম্পাদক নাসির মোল্লা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়