প্রকাশ : ০১ মে ২০২৫, ২০:৫৮
হাইমচরে মহান মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১ মে ২০২৫) হাইমচরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।
পরে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার বারেক বকাউল, সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ এবং হাইমচর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তৌহিদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল এবং মুক্তিযোদ্ধা মান্নান মাস্টার।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার শ্রমিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন।