সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১:২০

ফরিদগঞ্জে প্রশাসনের সাথে জুলাই মঞ্চের মতবিনিময়

দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো --------উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি
দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো --------উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে জুলাই মঞ্চ ফরিদগঞ্জ শাখা কমিটির মতবিনিময় সভা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আতিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ।

জুলাই মঞ্চের আহ্বায়ক নাজমুস সাবিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়। সভায় আরো বক্তব্য রাখেন জুলাই মঞ্চ ও চাঁদপুর জেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান। জুলাইয়ের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জিহাদুল ইসলাম, জুম্মান পাঠান, শ্রাবণ প্রমুখ নেতৃবৃন্দ।

রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন, জুলাইয়ের চেতনা আমাদের সবাইকে ধারণ করতে হবে। আপনাদের আজকের যে স্লোগান তা আমাকে বিমোহিত করেছে। 'ভিন্ন দল, ভিন্ন মত, দেশের স্বার্থে ঐকমত্য'। চমৎকার একটি স্লোগান। যার মধ্যে দেশপ্রেম না থাকবে সে সত্যিকার অর্থে যথার্থ মানুষ হতে পারে না। কারণ, এই দেশই আমাদের সব। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবারের এসএসসি রেজাল্ট আমাদের হতাশ করেছে। ছাত্রদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। আজকে যারা এখানে আছ, তোমরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তাই তোমাদেরকে ভালো ছাত্র হতে হবে। মাদক আজ আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। তোমাদের এ বিষয়ে সোচ্চার হতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়