প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০১
ইলিয়াস আলীর গুম: দীর্ঘ এক যুগের পর উন্মোচনের দ্বারপ্রান্তে রহস্য
|আরো খবর
ইলিয়াস আলীর স্ত্রীর সংগ্রাম ও ভূমিকা: ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী তাহসিনা রুশদী লুনা স্বামীর সন্ধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। বিভিন্ন সংবাদ সম্মেলন, মানববন্ধন, এবং আইনি পদক্ষেপের মাধ্যমে তিনি ইলিয়াস আলীর গুমের জন্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "আমার স্বামীকে রাজনৈতিক কারণে গুম করা হয়েছে। সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি পেলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি।"
গুম কমিশনের তদন্ত: ইলিয়াস আলীর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: ২০২৫ সালের আগস্টে গঠিত নতুন গুম তদন্ত কমিশন ইলিয়াস আলীর গুমের ঘটনার তদন্তে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ইলিয়াস আলী জীবিত আছেন এমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তদন্তের মাধ্যমে জানা গেছে যে, তাঁর অপহরণের পেছনে একটি সুসংগঠিত গোষ্ঠীর হাত রয়েছে।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, "তদন্ত অনেকদূর এগিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। আগামী মার্চের শেষ দিকে তদন্ত কমিশন একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।"
আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক: ইলিয়াস আলী গুমের ঘটনায় বিএনপি বরাবরই আওয়ামী লীগ সরকারকে দায়ী করে আসছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন যে, "ইলিয়াস আলীকে তুলে নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।"
তবে আওয়ামী লীগ সরকার এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে। তারা দাবি করে, "গুমের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ তদন্ত করছে।"
এক যুগের অপেক্ষা: ইলিয়াস আলীর পরিবারের আকুতি: তাহসিনা রুশদী লুনা বলেন, "প্রতিটি মুহূর্ত আমরা তাঁর ফিরে আসার অপেক্ষায় আছি। এই গুম শুধু একটি পরিবার ধ্বংস করেনি, বরং পুরো জাতিকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে।"
গুম রহস্যের সমাপ্তি কি আসন্ন?: নতুন গুম কমিশনের তদন্তে অগ্রগতি দেখে ধারণা করা হচ্ছে যে, ইলিয়াস আলীর গুম রহস্য শিগগিরই উন্মোচিত হতে পারে। তবে তাঁকে জীবিত ফেরত পাওয়ার আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।
বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা গুম-খুনের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ইলিয়াস আলীর পরিবার ও বিএনপি এখনো সুষ্ঠু বিচার এবং তাঁর নিখোঁজের প্রকৃত সত্য জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।