বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

মাদকবিরোধী বৈঠকে বক্তব্য শেষে আটক ছাত্রলীগ নেতা মাহফুজ রহমান

"ছাত্রলীগ কর্মীর দুই মুখ: একটি নতুন রহস্য"

মো: জাকির হোসেন
ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী এক উঠান বৈঠকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বক্তব্য দেওয়ার পর আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মাহফুজ রহমান। গতকাল রাতে (৫ জানুয়ারি) বকশীগঞ্জ পৌরসভার মালিরচর নয়াপাড়া এলাকায় তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী বৈঠকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। সেখানে মাহফুজ রহমান নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেন। মোবাইল যাচাই ও জিজ্ঞাসাবাদে তার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে থাকা নিশ্চিত হয়।

বৈঠকে উপস্থিত আয়োজকরা তার সন্দেহজনক কার্যক্রম দেখে তাকে পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক তদন্তে তার নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

মাহফুজের দ্বৈত পরিচয়: আটক মাহফুজ রহমান জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবেও কাজ করতেন। তবে সংগঠনটি জানায়, তিনি তাদের কার্যক্রমের আড়ালে ছাত্রলীগকে তথ্য সরবরাহ করতেন। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, অভিযোগের ভিত্তিতে মাহফুজকে সাময়িকভাবে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওসির বক্তব্য: বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “মাহফুজের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

মাহফুজ রহমান বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তার কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংগঠনগুলো এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়