প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ২১:০৭
মরহুম দিপু চৌধুরীর স্মরণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নির্বাচনে মাধ্যমে বিএনপির রাজনীতির পতন হয়েছে : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, বিএনপি-জামাত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। ভোটারা তাদের কথায় সারা দেয়নি। নির্বাচনে এই দেশের জনগণের অংশগ্রহণ বলে দেয় তাদের ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। এ নির্বাচনে মাধ্যমে বিএনপির রাজনীতির পতন হয়ে গেছে।তারা এখন শোক মিছিল ও সভা করে। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই অপশক্তির বিলীন দেখতে চায়।
|আরো খবর
শনিবার(২৭ জানুয়ারি) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুম দিপু চৌধুরীর স্মরণে ছেংগারচর পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিন আরোও বলেন,মতলব হবে স্মার্ট মতলব। আমার মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে মতলবকে স্মার্ট মতলব গড়বো। গত দশ বছরের যে উন্নয়ন হয়নি আগামী পাঁচ বছরে তার চেয়ে অনেক গুন বেশি কাজ হবে। শেখ হাসিনার যোগ্যতা আছে বলেই ৫ বার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কারনেই আজ বাংলাদেশে এতো উন্নয়ন।
তিনি আরোও বলেন, ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ছেংগারচর পৌরসভা।
তিনি বলেন, সমাজের সকলের কাছে অনুরোধ আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। মতলবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বিরাজ করবে।
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও কাউন্সিলর শাহজাহান মোল্লা পরিচালনায় বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, ফতেহপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, ছেংগারচর কলেজ ছাত্র লীগের সভাপতি মনির হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।