প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৯
চাঁদপুর-২ আসনে নৌকার উঠোন বৈঠক
শেখ হাসিনা কারও রক্তচক্ষুকে ভয় পান না : মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিল। তারা অপশক্তি। কিন্তু আমরা সবকিছু মোকাবিলা করে নির্বাচনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। তারা বিশ্ব মোড়লদের আমাদের বিরুদ্ধে পক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা আমাদের দিকনির্দেশনা দিতে চেয়েছিল, কিন্তু আমাদের নির্ভীক সাহসী সেনাপতি শেখ হাসিনা কারও রক্তচক্ষুকে ভয় পান না।
|আরো খবর
রোববার (৩১ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নৌকার উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন,আজকের উঠান বৈঠকে হাজার হাজার নৌকার সর্মথক উপস্থিতি দেখে মনে হচ্ছে জনসভা। এই উঠান বৈঠক প্রমান করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে নৌকার বিজয় হবে। নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী ৭ জানুয়ারী নির্বাচনের দিন সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। যাকে খুশি তাকেই ভোট দিবেন। তবে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাবী করবো উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন।
জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তারের সভাপতিত্ত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহাম্মেদ শিশিরের পরিচালনায় আরো বক্তব্য দেন- আওয়মীলীগের শিল্ল ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসি মিজান, আয়ুব আলী গাজী ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী পাপ্পু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ খান, যুবলীগ নেতা মনিরুল হক সেন্টু।