প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এইদিনে
১৯৯৯ সালের এইদিনে ছেঙ্গারচর পৌর নির্বাচনে দেশের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে আমেনা বেগম নির্বাচিত হন।
২০০৫ সালের এইদিনে মতলবে লঞ্চ দুর্ঘটনায় নিহত বেওয়ারিশ ১০টি লাশসহ মোট ২৫টি লাশ দাফন করা হয়।
২০১৪ সালের এইদিনে হাজীগঞ্জ বাজারের বালুরমাঠ সংলগ্ন প্রধান সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান ভস্মীভূত হয়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় ২০ জন আহত হয়।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাটে বিআইডব্লিউটিএ'র সেপটিক ট্যাংকে পড়ে আছমা আক্তার পাখি নামে (৩) বছরের এক শিশুর করুণ মৃত্যু ঘটে।
২০২০ সালের এইদিনে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমী পরীক্ষা কেন্দ্র ত্যাগ করার সময় এসএসসি পরীক্ষার্থী পারভেজ পাপ্পু (১৬)-এর উপর হামলা করে ১১জন এসএসসি পরীক্ষার্থী।
২০২২ সালের এইদিনে শাহরাস্তির নরহ গ্রামের মোল্লার টেক নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ৫জন নিহত হয়।
২০২৩ সালের এইদিনে কচুয়ার রহিমানগর-মাধাইয়া সড়কের নাউলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী জুবায়ের আহমেদ শিহাব (১১) নিহত হয়।