শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০

‘মিধিলি’র ভুল পূর্বাভাস এবং চাঁদপুরের ব্যাপক ক্ষতি

‘মিধিলি’র ভুল পূর্বাভাস এবং চাঁদপুরের ব্যাপক ক্ষতি
অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ও রাতে ঘুমাতে যাবার আগে চাঁদপুরসহ দেশের লোকজন আবহাওয়ার যে পূর্বাভাস পেয়েছিল, তার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে : ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেণী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

বাংলাদেশের ১৯টি উপকূলীয় জেলার মধ্যে চাঁদপুরও রয়েছে। চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর। অথচ লক্ষ্মীপুরের জন্যে 'মিধিলি'র খারাপ পূর্বাভাস থাকলেও চাঁদপুরের ব্যাপারে কোনো কিছুই ছিলো না। চাঁদপুর নদী বন্দরের জন্যে কোনো ধরনের সিগনাল না থাকায় এখান থেকে নৌযান চলাচল করছিলো। বৃহস্পতিবার রাতে চাঁদপুরে বৃষ্টিপাত হলেও নৌযান চলাচল বন্ধ থাকেনি, এমনকি বৃষ্টিপাত বাড়তে থাকলেও শুক্রবার সকাল ৭টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ছেড়ে যায়। ক্রমশ পরিস্থিতির অবনতি হতে থাকলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) সকাল ১০টা থেকে চাঁদপুর সহ সারাদেশে নৌযান চলাচল বন্ধ করে দেয়। 'মিধিলি'র প্রভাব কেটে যাবার পর ২১ ঘণ্টার ব্যবধানে শনিবার সকাল ৭টায় নৌযান চলাচল শুরু হয়।

চাঁদপুর জেলার জন্যে আবহাওয়ার খারাপ পূর্বাভাস না থাকায় 'মিধিলি'র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দিনের বেলায় কোনো প্রস্তুতি সভা হয়নি। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তাগিদে বৃহস্পতিবার রাত ১০টায় জেলা প্রশাসন জুম অ্যাপস্ ব্যবহার করে ভার্চুয়াল মিটিং করে। এ মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ পুরোপুরি কার্যকর করার তেমন সুযোগ ছিলো না। কেননা অবিরাম ভারী ও অতি ভারী বৃষ্টি এবং ক্রমবর্ধমান ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি অনুকূলে ছিলো না। ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অতি ভারী বর্ষণ হিসেবে ৮৯ মিলিমিটারের বেশি বলতে ১০০ মিলিমিটার বা সামান্য অধিক নয়, ২০০ মিলিমিটারের বেশি (২১৯ মি.লি.) বৃষ্টিপাত হয়েছে, যা স্মরণকালের মধ্যে রেকর্ড। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুর জেলায় ১৯০ হেক্টরের আধাপাকা ও পাকা আমন ধান এবং ৪২০ হেক্টরের প্রধানত শীতকালীন সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয় বলে শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়।

চলতি বছরের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় 'হামুন' কক্সবাজারে সবচে’ বেশি আঘাত হানে। 'হামুনে'র প্রাক্কালে চাঁদপুরের জন্যে খারাপ পূর্বাভাস থাকা সত্ত্বেও এক ফোঁটা বৃষ্টিও হয়নি। আর 'মিধিলি'তে চাঁদপুরের জন্যে খারাপ কোনো পূর্বাভাস না থাকলেও রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সংঘটিত হলো আশাব্যঞ্জক ক্ষয়ক্ষতি। যেটা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যে অনেক বেশি দুশ্চিন্তা ও হতাশার। সে কারণে চাঁদপুরের কৃষকদের ক্ষয়ক্ষতি পোষাতে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা সহ সুধী পর্যবেক্ষক ও অভিজ্ঞমহল এই দাবি পূরণকে অনেক বেশি যৌক্তক ও সময়োচিত বলে মনে করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়