শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:২৭

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী উদ্যোক্তাদের সাথে মতবিনিময়

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ব্যুরো ইনচার্জ
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী উদ্যোক্তাদের সাথে মতবিনিময়

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি-বাংলাদেশ সম্পর্ক কীভাবে ভালো করে গড়ে তোলা যায় এই লক্ষ্যে বিনিয়োগকারী এবং প্রবাসী সাংবাদিক সহ রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইকোনমি কাউন্সিলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসের মাটিতে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশেও বিনিয়োগ করার জন্যে অনুরোধ জানান।

বিনিয়োগকারীদের প্রশ্নের জবাবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর রেজা ই রাব্বি দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইকোনমি কাউন্সেলর তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশী বিনিয়োগকারীদের সর্বোপরি অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে লাভজনক করার উদাত্ত আহ্বান জানান।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল করিম, কাউন্সেলর মো. জামিরুল ইসলাম, লেবার প্রথম সচিব মো. আলমগীর হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এ এস ট্রাভেল এন্ড ট্যুরিজাম এজেন্সির কর্ণধার শামীম আল-আমীন, সানসিটি পলিক্লিনিকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন আরমান, তরুণ উদ্যোক্তা আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান মো. আইয়ুব তুষার, উদ্যোক্তা আব্দুস সাত্তার, উদ্যোক্তা মীর হোসেন প্রমুখ।

সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্য সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়