শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:২৫

মালয়েশিয়াতে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা দিচ্ছে হাইকমিশন

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
মালয়েশিয়াতে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা দিচ্ছে হাইকমিশন

মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা দেবে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৩০ জুন ২০২৫) থেকে এ সেবা দেয়ার কথা জানিয়েছে হাইকমিশন।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্যে নিবন্ধন করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। শনিবার (২৮ জুন ২০২৫) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে বাংলাদেশি প্রবাসীদের নতুন ভোটার হিসেবে নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে। এ কারণে সংযুক্ত নির্দেশনা মোতাবেক প্রবাসীদের সরাসরি হাইকমিশন থেকে সেবা নেওয়ার জন্যে অনুরোধ জানানো হলো। একই সঙ্গে বিগত সময়ে যারা এনআইডির জন্যে আবেদন করেছিলেন, তারা পড়হংঁষধৎ.শঁধষধষঁসঢ়ঁৎ@মসধরষ.পড়স ইমেইল ঠিকানায় যোগাযোগের মাধ্যমে এনআইডি কার্ডের আপডেট জানতে পারবেন। এছাড়া দূতাবাসের এনআইডি কাউন্টার থেকে যাদের স্মার্ট এনআইডি কার্ড এসেছে, তারা তা সংগ্রহ করতে পারবেন।

ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্যে প্রয়োজনীয় দলিলাদি/কাগজপত্র প্রয়োজন :

১. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২ক)

২. মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট

৩. অনলাইন জন্ম নিবন্ধন সনদ

৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৫. হিসাব নং-৫৬৪৪২৭৫৬০৮৭৮, ঘওউ ঝবৎারপবং ড়ভ ইধহমষধফবংয ঐরময ঈড়সসরংংরড়হ, গধু ইধহশ অনুকূলে ফি বাবদ ৭৫ রিঙ্গিত জমাদানের মূল রসিদ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাগরিকত্ব সনদ (মেয়র /কাউন্সিলর/ চেয়ারম্যান/ ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিইও), পিতা-মাতার এনআইডি/মৃত্যু নিবন্ধন বা সনদ, শিক্ষা সনদ-পিএসসি/জেএসসি/এসএসসি বা সমমান (প্রযোজ্য ক্ষেত্রে), বিবাহিতদের ক্ষেত্রে নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে), ভোটার এলাকা ঠিকানার ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস/হোল্ডিং ট্যাক্স রশিদ) ইত্যাদি দলিলাদি বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া আবশ্যক।

অন্যান্য দলিল সংগ্রহে থাকলে নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। না থাকলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উল্লিখিত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়