রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০

কলেজটি রক্ষায় কেউ একজন মধ্যস্থতা করুক
অনলাইন ডেস্ক

যে কোনো পরিবর্তনে অগ্রগতি সাধিত হয়--এটি একটি উর্দু প্রবাদ। এ প্রবাদের সত্যতা অনেক বেশি, তবে অসত্যতা যে একেবারে নেই, সেটা হলফ করে কেউ বলতে পারবে না। যদি কোথাও কোনো পরিবর্তনের প্রক্রিয়াটা সঠিক না হয় কিংবা বিতর্কিত হয়, তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তন অগ্রগতির পরিবর্তে স্থবিরতা, গতিহীনতা কিংবা অপ্রত্যাশিত কিছু উপহার দেয়। যেমনটি বৃহস্পতিবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি সংবাদ থেকে পাঠকগণ আঁচ করতে পেরেছেন। সংবাদটির শিরোনাম হয়েছে ‘অধ্যক্ষ নিয়োগের পর চিতোষী ডিগ্রি কলেজের বেহাল দশা ॥ পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা ॥ ২৫ বছরের ডিগ্রি পরীক্ষা কেন্দ্র স্থগিত’। এ সংবাদটিতে মোঃ মঈনুল ইসলাম কাজল লিখেছেন, শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী চিতোষী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী নানামুখী জটিলতায় জড়ানোর কারণে শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ নিয়ে একের পর এক অভিযোগ, মামলা, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। এ সকল অভিযোগের কারণে চলমান ডিগ্রি পরীক্ষা কেন্দ্র স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে চিতোষী ডিগ্রি কলেজকে ১৯৯৭ সাল থেকে চলে আসা ডিগ্রি পরীক্ষা কেন্দ্র হারাতে হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় দুগ্রুপ আলাদা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সরেজমিনে চাঁদপুর কণ্ঠের প্রতিবেদক চিতোষী ডিগ্রি কলেজে গেলে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, অধ্যক্ষ নিয়োগ দেয়াকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি হয়েছে। কলেজের দীর্ঘদিনের অধ্যক্ষ আবু হানিফ অবসরে যাওয়ার পর থেকে ঘুরে দাঁড়াতে পারেনি কলেজটি। গত বছরের ১৬ সেপ্টেম্বর অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ কামরুল হাসান। নিয়োগ পরীক্ষার আগে উপাধ্যক্ষ কামরুল হাসানকে সরিয়ে সহকারী অধ্যাপক কামরুন্নাহারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হলে কামরুল হাসান হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এরপর ২০২২ সালের ১৭ ডিসেম্বর নতুন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া যোগদান করেন। কলেজের উপাধ্যক্ষ কামরুল হাসান জানান, বর্তমান সভাপতি অর্থের বিনিময়ে অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। নিয়োগ-বাণিজ্য করার জন্যে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এদিকে কলেজের ৬১জন শিক্ষক-কর্মচারী সভাপতি ও অধ্যক্ষের অপসারণের দাবিতে ২৮মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে ১৬টি লিখিত অভিযোগ তুলে ধরেন। প্রশাসনিক জটিলতা থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় চিতোষী ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্র স্থগিত ঘোষণা করে। ১১ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এ ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার পর একে অপরকে জড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। ১২ জুলাই সকালে আলাদাভাবে দুপক্ষ সমাবেশ করেছে।

এমন সংবাদ পাঠের পর এটা খোলসা করে বলার দরকার পড়ে না যে, চিতোষী ডিগ্রি কলেজের পরিস্থিতি কতোটা খারাপ। চাঁদপুর জেলার প্রান্তিক এলাকায় অবস্থিত এ কলেজটি অবসরে যাওয়া অধ্যক্ষ আবু হানিফের নেতৃত্বে দীর্ঘদিন সুনামের সাথে চলে আসছিলো। অথচ নূতন অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে এ কলেজটিতে প্রত্যাশিত অগ্রগতি, পূর্বের চেয়ে গতিশীলতা কিংবা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা তো দূরের কথা, বস্তুত নিয়ন্ত্রণহীন পরিস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে। এটা উদ্বেগজনক। চিতোষী ডিগ্রি কলেজে উদ্ভূত পরিস্থিতি নিরসনে গ্রহণযোগ্য কারো না কারো মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসা উচিত। এ ব্যাপারে আমরা স্থানীয় সাংসদের সুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়