রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২১:১৬

উল্টোরথে মতলব উত্তর নয়াচর স্কুল মাঠে মানুষের ঢল

তাপস চন্দ্র সরকার, মতলব থেকে
উল্টোরথে মতলব উত্তর নয়াচর স্কুল মাঠে মানুষের ঢল

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে মতলব উত্তরে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা।

শনিবার (৫ জুলাই ২০২৫) মতলব উত্তর উপজেলাধীন নয়াচর স্কুল মাঠে মতলব তাঁতখানা শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা মহোৎসব।

বর্ণিল সাজে সজ্জিত দুটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয়। ঢাক-ঢোল, কাঁসা, শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

বিকেলে পৃথক পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি আমুয়াকান্দি হতে বের হয়ে নয়াচর স্কুল মাঠে এসে শেষ হয়।

মহোৎসবকে ঘিরে স্কুল মাঠে মেলা বসেছে। মেলায় সনাতন ধর্মাবলম্বী নর-নারীসহ ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এদিন সকাল থেকেই স্কুল মাঠে ভক্তদের ঢল নামে। রথ টানার জন্যে সড়কের দুপাশে জড়ো হন ভক্তরা। যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

জানা যায়, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি বৃন্দাবন থেকে নিজ দ্বারকায় মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রথযাত্রা মহোৎসব উদযাপন করতে পেরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অত্র এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁতখানা শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়