রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২২:৫৩

নারায়ণপুরে চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

রেদওয়ান আহমেদ জাকির
নারায়ণপুরে চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রামে ৩শ' বছরের পুরানো রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে ভবন নির্মাণ করেছে জামাল ও কামাল গং। তারই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ১০টি পরিবারসহ এলাকাবাসী। ঘটনাটি নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রামের ইব্রাহিম প্রধানীয়া বাড়িতে ঘটে।

বাড়ির ৩শ' বছরের ঐতিহ্য নষ্ট করে জোরপূর্বক পেশী শক্তি ব্যবহার করে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে ওইখানে ভবন নির্মাণ করার প্রতিবাদে শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেলে নারায়ণপুর-চেংগাতলী সড়কের উত্তর বাড়ৈগাঁও এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী ১০ পরিবারসহ স্থানীয় এলাকাবাসী। ভুক্তভোগী টিপু সুলতান, আসাদুজ্জামান, কাউসার, রাজু এবং আরো ৪/৫ জন অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মায়া চৌধুরী এবং স্থানীয় সেলিম মেম্বারের প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করে মৃত তাফাজ্জল হোসেন প্রধানের ছেলে জামাল ও কামাল গং। আমাদের পরিবারের অধিকাংশ সদস্যই প্রবাসে থাকি। আবার কেউ কেউ ঢাকায় চাকরি এবং ব্যবসা-বাণিজ্য করে। ওইসময় জোরপূর্বক রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ কাজে বাধা প্রদান করায় তারা প্রাণে মেরে ফেলা এবং মামলার হুমকি দিয়েছিলো। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর ভবনের কাজ বন্ধ রাখে তারা। স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে রাস্তার ওপর গড়ে ওঠা ভবনটি সরিয়ে নেয়ার জন্যে বারবার বলার পরও তারা কোনো কর্ণপাত করছে না। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে। এতেও কোনো কাজ হচ্ছে না। তাই আমরা ভুক্তভোগী পরিবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে ভবন উত্তোলনকারী জামাল ও কামালসহ তাদের কাউকেই যোগাযোগ করে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়