রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২২:০৯

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকিরঃ
মতলবে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে বিদ্যুৎস্পৃ্ষ্টে মোঃ আরিফ হোসেন (৩৭) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছে।

আজ শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেল তিনটার দিকে ওই ইউনিয়নের পিতাম্বর্দী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিফ হোসেন মৃত আলী হোসেন বেপারীর ছোট ছেলে।

এলাকাবাসী ও নিহতের বড় ভাই শরীফ হোসেন বলেন, আজ শনিবার বিকেল পাশের নন্দীখোলা পুকুর সেচে মাছ ধরতে গিয়েছিল। মেইন সুইচ বন্ধ না করে মোটরের সংযোগ দিতে গেলে সর্ট সার্কিটে তা ছিটকে তার বুকের উপরে পড়ে। এতে শরীরের অনেকাংশে পুড়ে যায়। তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এলে তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ওরা দুই ভাই পিতাম্বর্দী বাজারে মাছ ব্যবসা করে। মাগরিব নামাজের পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়