প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২২:১৭
কমিউনিটি পুলিশের টহল সদস্যদের হাতে ধরা পড়লো এক চোর

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোড এলাকায় মো. আলাউদ্দিন মোল্লার বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেলে আলাউদ্দিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া সুফিয়া বেগমের ঘরে চুরি করতে গেলে সুমন নামের এক চোরকে হাতেনাতে ধরে ফেলে কমিউনিটি পুলিশিং কমিটির টহল সদস্যরা। পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির সরঞ্জামসহ সুমনকে আটক করে। তাকে ঘরের ভেতর থেকে তালা ভেঙ্গে বের করা হয়। জানা যায়, সুফিয়া বেগম (৬০) পেশায় একজন গৃহকর্মী। কিছুদিন আগে তিনি তার মেয়ে বিয়ে দিয়েছেন। তার ঘরে রাখা বিয়ের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ফ্রিজে রাখা কোরবানির গরুর মাংস চুরি হয়ে যায়। তিনি জানান, চোর টয়লেটের পাইপ ভেঙ্গে ঘরে প্রবেশ করে। দুদিন ধরে তার অনুপস্থিতির সুযোগে চোর ধীরে ধীরে সব কিছু নিয়ে গেছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাটি জানার পরই আমরা ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত সুমনকে চুরির সরঞ্জামসহ আটক করি। সে এর আগেও কয়েকবার এ ধরনের অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পুলিশের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তবে জননিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে এমন চুরি প্রতিরোধে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ওসি মো. বাহার মিয়া।