রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২২:১২

গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

বিএনপি ভবিষ্যতের জন্যে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে ................ডা. আবুল কালাম আজাদ

প্রবীর চক্রবর্তী
বিএনপি ভবিষ্যতের জন্যে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে                                                                    ................ডা. আবুল কালাম আজাদ

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করছি বিএনপি শুধু অতীত নিয়ে পড়ে নেই, বরং ভবিষ্যতের জন্য সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে। যারা বিশ্বাস করে গণতন্ত্র, অধিকার আর দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে, তারাই এই দলের সদস্য হবে।

তিনি আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কর্ণধার এম এ হান্নান গত প্রায় তিন দশক ধরে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিগত সময়ে যারা ফরিদগঞ্জের এমপি ছিলেন, তারা এমপি হওয়ার আগে তো দূরের কথা, এমপি হওয়ার পরেও ফরিদগঞ্জের এতো উন্নয়ন কাজ করেন নি। ফরিদগঞ্জের বিএনপি আহ্বায়ক এম এ হান্নানের নেতৃত্বে অতীতের তুলনায় অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে দল আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য ও আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা, ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের আহ্বায়ক মাহিন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বিল্লাল হাজী, যুগ্ম আহ্বায়ক রানা জমাদার, মনির সওদাগর, ইউনিয়ন মহিলা দলের নেত্রী রোকেয়া আক্তার, ছাত্রদলের সভাপতি আতিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা রাফি, সাংগঠনিক সম্পাদক সাইম পাটওয়ারী। এ ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়