সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

রাস্তা এতো খারাপ হতে পারে!
অনলাইন ডেস্ক

ক’দিন আগে চাঁদপুর কণ্ঠে ‘পৌর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা’ শীর্ষক একটি সংক্ষিপ্ত সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদে লিখা হয়েছে, চাঁদপুর পৌরসভার প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা পুরাণবাজারের ছোট-বড় কিছু রাস্তায় ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কগুলো দিয়ে চলাচলকারী মানুষ। দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের গোড়া থেকে রঘুনাথপুর, আমজাদ আলী সড়ক, জাফরাবাদ দোকানঘর, লোহারপুল রয়েজ রোড, মক্কা মিল, পালপাড়া, পলাশের মোড়, মেরকাটিজ রোড, মেয়র রাস্তা, নিতাইগঞ্জ সড়ক, কয়লাঘাট ও ৫নং ঘাটের সাথে সংযোগ রক্ষাকারী সড়কগুলোর কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কগুলোর মধ্যে জাফরাবাদণ্ডদোকানঘর সড়কের পৌর এলাকার অংশের বেহাল দশার দুটি ছবি উক্ত সংবাদের সাথে যুক্ত করা হয়েছে, যেগুলোর দিকে তাকিয়ে অনেকে অকপটে বলেই ফেলেছেন, রাস্তা এতো খারাপ হতে পারে!

গতকাল চাঁদপুর কণ্ঠে রাস্তার দুরবস্থা সংক্রান্ত আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে। ‘রঘুনাথপুর-ঢালীরঘাট-বাগাদী চৌরাস্তা পর্যন্ত বেড়িবাঁধ সড়কের বেহাল দশা’ শীর্ষক সংবাদটিতে লিখা হয়েছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ও বাগাদী, বালিয়া ইউনিয়নের রঘুনাথপুর-ঢালীরঘাট-বাগাদী চৌরাস্তা পর্যন্ত বেড়িবাঁধ রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ। এ রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দুধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙ্গে পড়ছে। এতে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোবাইক, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলতি শুষ্ক মৌসুমে ধূলিবালিতে রাস্তাটি একাকার। সামান্য বৃষ্টিতেই রাস্তা ভিজে কাদা সৃষ্টি হয়। তখন এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।

উল্লেখিত রাস্তাগুলোর বেহাল দশা সম্পর্কে সংবাদে যা লিখা হয়েছে, সরেজমিনে গেলে সেটিকে কমই মনে হয়। প্রতিবেদক তার লিখাতে রাস্তাগুলো সম্পর্কে লিখতে গিয়ে কার্পণ্য করেছেন বলে মন্তব্য করতে ইচ্ছে করে। এ রাস্তাগুলোর অবস্থা এতোটা খারাপ যে, যে কোনো যানবাহনের আরোহী মাত্রেরই ভয় হয়, কখন আবার দুর্ঘটনা কবলিত হয়ে যায় কি না। আমরা এ রাস্তাগুলো দ্রুত পুনঃনির্মাণ সম্ভব না হলেও মেরামত করে ঝুঁকিমুক্ত করা যায় কি না সেটি ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়