সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০

বরাভয়ে আমরা অভিযাত্রী

বরাভয়ে আমরা অভিযাত্রী
অনলাইন ডেস্ক

‘বরাভয়’ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে আশীর্বাদ ও অভয়দান। আর ‘অভিযাত্রী’ শব্দটির অর্থ হচ্ছে, যিনি দুঃসাহসী যাত্রা করে এমন কিংবা দুঃসাহসী পর্যটক। আজ চাঁদপুর কণ্ঠের ২৮ বছর পূর্তিতে মনে হচ্ছে, এর সাথে সংশ্লিষ্ট আমরা সবাই অভিযাত্রী। নিতান্তই পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ ও অভয়ে আমরা দুঃসাহসী যাত্রা করেই যেনো সামনে এগিয়ে চলছি।

১৯৯৪ সালের ১৭ জুন এক বর্ষণমুখর দিনে সাপ্তাহিক হিসেবে চাঁদপুর কণ্ঠের আবির্ভাব। এ আবির্ভাব উপলক্ষে ছিলো না কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারের চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ টিনশেড ঘরের একটি কক্ষে ক’জন নিবেদিতপ্রাণ কর্মীর হাতে তুলে দেয়া হয় পত্রিকাটির প্রথম সংখ্যা, যাদের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে পুরো চাঁদপুর শহর ও জেলার বিভিন্ন প্রান্তে। সম্পাদক হিসেবে ইকবাল-বিন-বাশার এবং বার্তা সম্পাদক হিসেবে মির্জা জাকির স্বয়ং পত্রিকার প্রথম সংখ্যাটি অনেক পাঠকের হাতে পৌঁছে দেন। তারপর নিরবচ্ছিন্ন প্রকাশনায় চাঁদপুর কণ্ঠ হয়ে যায় অবিরত। ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর পত্রিকাটি দৈনিকে উন্নীত হয় এবং ২৪ ঘন্টার মধ্যে প্রথম সংখ্যা প্রকাশ করে। তারপর প্রায় দেড়মাস বিরতি দিয়ে ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি ৫২ পৃষ্ঠার আনুষ্ঠানিক সংখ্যার মধ্য দিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের অবিরাম প্রকাশনা শুরু হয়। নির্ধারিত ছুটি ছাড়া বিগত ২৩ বছর ৪ মাস ১৬ দিন যাবৎ পত্রিকাটি প্রলয়ঙ্করী বন্যা, সিডর, আইলাসহ অন্য সকল বড় ধরনের ঘূর্ণিঝড়ের মধ্যেও দৈনিক হিসেবে স্বীয় প্রকাশনা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ।

প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঁদপুর কণ্ঠ কোনো কর্পোরেট সংস্থা, রাজনৈতিক দল বা গোষ্ঠী কিংবা ব্যক্তির মুখপত্র হিসেবে প্রকাশিত হচ্ছে না। যার ফলে পত্রিকাটির যাত্রাপথ মসৃণ নয় এবং সেহেতু অগ্রযাত্রা প্রতিকূলতাপূর্ণ। চাঁদপুরের ইতিহাসে প্রথম দৈনিক হিসেবে চাঁদপুর কণ্ঠ শুধু নিজের নামটিই লিখায় নি, বস্তুনিষ্ঠতা ও পাঠকপ্রিয়তায় বিগত ২৮ বছর ধরে প্রচার সংখ্যায় শীর্ষস্থানটি দখল করে রেখেছে। এটা অবশ্যই আত্মশ্লাঘার।

প্রিন্টিং ও অনলাইন সংস্করণ মিলিয়ে সারাবিশে^ চাঁদপুর কণ্ঠের পাঠক সংখ্যা কয়েক লাখ। এতে আত্মতৃপ্তিতে ঢেঁকুর তোলার সুযোগ নেই, কারণ আরো অনেক পথ যে এখনো বাকি। এ পথটুকুন পাড়ি দিতে বরাভয়ে আমাদেরকে অভিযাত্রী হয়েই থাকতে হবে। আজ চাঁদপুর কণ্ঠের ২৮ বছর পূর্তি ও ২৯তম জন্মদিনে সকল চাঁদপুরবাসী, সংবাদপত্র বিক্রেতা, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষীসহ সর্বোপরি সকল পাঠককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়