প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১২
ব্রিটিশ বাংলাদেশি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডনে

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রমফোর্ড রোডের আইভি ভেন্যুতে অনুষ্ঠিত এ আয়োজনে মিলনমেলায় পরিণত হয় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। স্থানীয় সংগঠন Newham Friends & Human Help London Ges Green Party Barking & Dagenham-এর সদস্যদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেন। উৎসবস্থলে ছিলো প্রাণবন্ত পরিবেশ, হাসি-আড্ডা আর ঐতিহ্যের উষ্ণ ছোঁয়া। অনুষ্ঠানে ভাপা, পাটিসাপটা, চিতই, নারিকেল-দুধের পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। পাশাপাশি ব্রিটিশ স্বাদের সঙ্গে সমন্বয়ে তৈরি ফিউশন পাই অতিথিদের বিশেষ আকর্ষণ হয়ে উঠে। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং শিশু-কিশোরদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নতুন প্রজন্মের অংশগ্রহণে মঞ্চ হয়ে উঠে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয়ে নাদিম ও নজরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতিথি অভ্যর্থনা থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনার সার্বিক ব্যবস্থাপনায় তাদের সক্রিয় অংশগ্রহণকে আয়োজকরা বিশেষভাবে প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে Green Party Minority Group Leader মঈন কাদেরী বলেন, “এই আয়োজন কমিউনিটির সাংস্কৃতিক পরিচয় ও ঐক্যকে সামনে আনার একটি কার্যকর প্ল্যাটফর্ম।” এছাড়া উপস্থিত ছিলেন Green Party Barking & Dagenham-এর ডেপুটি লিডার ভিক্টোরিয়া হর্নবি। তিনি বলেন, “বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক বৈচিত্র্য ও সক্রিয় অংশগ্রহণ লন্ডনের বহুসংস্কৃতির সমাজকে আরও সমৃদ্ধ করে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানস্থলে পরিবার-বান্ধব পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তাদের মতে, প্রবাসে থেকেও সাংস্কৃতিক শেকড় অটুট রাখা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উৎসব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কমিউনিটি সংযোগ জোরদার করে এবং শিকড়ের স্মৃতিকে আরও দৃঢ় করে। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।




