প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:০৯
স্পেনে টেস্টি তুর্কা পরিবারের ২০ বছরপূর্তি

স্পেনে টেস্টি তুর্কা পরিবারের ২০ বছর পূর্তি উপলক্ষে মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল এলাকার টেস্টি অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে টেস্টি তুর্কার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফেনী জেলা ফোরাম ইন স্পেনের উপদেষ্টা আবুল কাসেমের আয়োজনে সৌহার্দপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা ফোরামের উপদেষ্টা জালাল আহমেদ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা এনামুল হক খোকন, ফেনী ফোরামের সভাপতি মো. আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ ফেনী জেলা ফোরামের সকল সদস্য এবং টেস্টি তুর্কার সকল কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত সাংবাদিক এবং অতিথিরা।
মো. শাহনেওয়াজ শান্তের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াত করেন ইব্রাহিম। এছাড়া টেস্টি তুর্কা পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শেষে আবুল কাসেম সমাপনী বক্তৃতায় উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে আসার জন্যে এবং টেস্টি তুর্কা পরিবারের ২০ বছর পূর্তির জন্যে সবাইকে সাথে থাকাতে ধন্যবাদ জানান।
এছাড়া অনুষ্ঠানে সকল কর্মচারীকে পুরস্কার দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং ১ম, ২য় স্থানকে আকর্ষণীয় মোবাইল ফোন দেওয়া হয়। ২০০৫ সাল থেকে শুরু হওয়া টেস্টি তুর্কায় অর্ধশতাধিক লোকজন কাজ করে।




