প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫
বিশ্বের যে ১০ দেশে গণপরিবহন ভাল সেবা দিচ্ছে

বিশ্বে সবচেয়ে ভাল পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসের তালিকায় ইউরোপ-এশিয়ার ১০টি দেশের নাম সংবাদমাধ্যম তুলে ধরা হয়েছে। ২৪ ডিসেম্বর জানগোয়ার্ড সংবাদে এ তথ্য তুলে ধরা হয়। তাদের জরিপে বলা হয়, হাতেগোণা ক’টি দেশে সাধারণ যাত্রীদের সেবা দিচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট (গণপরিবহন)। সতর্ক পরিকল্পনা, অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থির তহবিলের কারণে কয়েকটি দেশ চমৎকার গণপরিবহন সেবা দিচ্ছে। এমনকি তাদের ব্যস্ততম শহুরে এলাকায়ও। এই দেশগুলো নির্ভরযোগ্য, সাশ্রয়ী মূল্যের, সহজলভ্য এবং সমন্বিত পরিবহন ব্যবস্থার ফলে যাতায়াতকে সহজ করে তোলে। যেসব দেশের গণপরিবহনে ভাল যাত্রী সেবা দিচ্ছে এমন দশটি দেশ হলো : এক নম্বরে জাপান, দ্বিতীয় দক্ষিণ কোরিয়া, তৃতীয় জার্মানি, চতুর্থ ফ্রান্স, পঞ্চম চীন, ষষ্ঠ অবস্থানে সিঙ্গাপুর, সপ্তম স্পেন, অষ্টম তাইওয়ান, নবম ইউনাইটেড আরব আমিরাত, দশম অবস্থানে রয়েছে মেক্সিকো।




