প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১২
অনন্যার ৫১ বছরে লোককাহিনীর গীতিময় নাটক ‘রূপভান’ মঞ্চস্থ

নাট্যচর্চার দীর্ঘ পথচলায় গৌরবের ৫১ বছরে পা রাখা অনন্যা নাট্যগোষ্ঠী মঞ্চে উপস্থাপন করলো লোককাহিনীর গীতিময় নাটক ‘রূপভান’। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির ৫৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত নাট্যকার হীরেন দে রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন অনন্যার অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যব্যক্তিত্ব শহীদ পাটোয়ারী। লোকজ আবহ, সংগীত ও কাব্যিক সংলাপের সমন্বয়ে নির্মিত ‘রূপভান’ দর্শকদের সামনে তুলে ধরে প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও মানবিক মূল্যবোধের চিরন্তন দ্বন্দ্ব।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন খাজা আহমেদ, শহীদ পাটোয়ারী, সীমা আক্তার, ফাতেমা জেরিন, জয়রাম রায়, কামরুল ইসলাম, মেহেদী হাসান, রুনা আক্তার আশা, নাসরিন সুলতানা মিলি, শ্যামা ভট্টাচার্য, ফাতেমাতুজ জোহরা, রুমি আক্তার, মানিক দাস, মোহাম্মদ হানিফ, দীপক ভট্টাচার্য, মুহাম্মদ আলমগীর, গোবিন্দ মন্ডল (অতিথি শিল্পী), জসীম মেহেদীসহ অনন্যা নাট্যগোষ্ঠীর একদল দক্ষ শিল্পী।
নাটকের সংগীত ও বাদ্যযন্ত্রে ছিলেন মৃণাল সরকার, মাস্টার খোকন, সৈকত মজুমদার সিজারসহ অনেকে। মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন মো. হানিফ ও খাজা আহমেদ, আলোক নিয়ন্ত্রণে জুয়েল ও মামুন। পোশাক ও রূপসজ্জায় সহযোগিতা করেন কুমিল্লার এমরান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জসীম মেহেদী ও সাবিত্রী রানী ঘোষ এবং প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম।
দর্শক উপস্থিতিতে মিলনায়তন ছিলো প্রাণবন্ত। নাটক শেষে শিল্পীদের অভিনয় ও নির্দেশনার প্রশংসা করেন নাট্যপ্রেমীরা।
অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৭৪ সালে। নাটককে শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজ ও জীবনের গভীর সত্য উন্মোচনের হাতিয়ার হিসেবে বিবেচনা করে আসছে দলটি। দীর্ঘ ৫১ বছরে অনন্যা প্রায় ৪৮টি নাটক মঞ্চস্থ করে পাঁচ শতাধিক প্রদর্শনী সম্পন্ন করেছে। সৃজনশীলতা, নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে অনন্যা আজও চাঁদপুরের নাট্য আন্দোলনের অন্যতম শক্ত ভিত্তি।







