প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৪২
কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্যামা পূজার প্রাক্কালে
জন্মদায়িনী মাকে দেবীরূপে পূজা করলেন সন্তানরা

ফরিদগঞ্জে জন্মদায়িনী মাকে দেবীরূপে পূজা করলেন সন্তানরা। জল দিয়ে মায়ের পা ধৌত করে করে মন্ত্র পড়ে মাকে মাতৃরূপে পূজা অর্চনা করেন তারা। শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ফরিদগঞ্জের কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাতে এই পূজা অনুষ্ঠিত হয়। এ পূজার উদ্বোধন করেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ণ রবিদাস, গণেশ লোধ প্রমুখ।
|আরো খবর
রামকৃষ্ণ আশ্রম কমিটির সাধারণ সম্পাদক ও এই পূজার আয়োজকদের একজন রাজন চন্দ্র দে জানান, আমরা সনাতনীরা জন্মদায়িনী মাকে সর্বোচ্চ সম্মানজনক স্থানে রাখি। আমাদের ধর্মগ্রন্থগুলোতেও বলা হয়েছে, জন্মদাতা ও জন্মদায়িনীকে পরম আরাধ্যদেবের মতো ভক্তি ও শ্রদ্ধা করতে। সেই কথা এবং মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত শংকর চক্রবর্তীর আহ্বানে সাড়া দিয়ে আমরা শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার দিনে জন্মদায়িনী মাকে দেবী রূপে পূজা তথা মাতৃরূপে পূজা করার সিদ্ধান্ত নেই। সেই অনুযায়ী আমরা এই নিয়ে তৃতীয় বার এই আয়োজন করেছি।
মাকে দেবী রূপে পূজা দেয়া ক'জন জানান, শ্যামা মায়ের পূজার দিনে আরেক মা তথা যার কারণে আমরা পৃথিবীর আলো দেখেছি, তাঁকে দেবী রূপে পূজা করে তৃপ্ত হয়েছি।
মন্দিরের পুরোহিত পণ্ডিত শংকর চক্রবর্তী জানান, আমাদের সমাজ ব্যবস্থায় জন্মদায়িনী মাকে একটা সময়ে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। কিন্তু ধর্মগ্রন্থে স্পষ্ট বলা আছে, মা-বাবাকে ভগবানের মতো শ্রদ্ধা ও ভক্তি করা। কারণ আমাদের আদ্যশক্তি মহামায়া। তাই শ্যামা পূজার দিনে প্রস্তাব করেছি মাতৃপূজার আয়োজনের।