প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২২:৫৯
ফরিদগঞ্জের পাঁচবারের সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবদীন ভূঁইয়ার ইন্তেকাল

ফরিদগঞ্জ উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়ন পরিষদের পাঁচবারের সাবেক সফল চেয়ারম্যান, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দু ছেলে দু মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
মরহুমের নামাজে জানাজা রোববার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় গল্লাক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মরহুম জয়নাল আবদীন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাসিক পল্লী কাহিনীর সম্পাদক ও প্রকাশক এ কে এম সালাউদ্দিনের শ্বশুর।