প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৬
বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের চাঁদপুরজমিনে আগমনে মতবিনিময় সভা

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের চাঁদপুরে আগমন উপলক্ষে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের ট্রাক রোডের পাশে গাজী সড়কে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-২-এ আয়োজিত
|আরো খবর
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। এ সময়
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মাছরাঙা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ আলী।
চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় অন্যান্য ভিডিও জার্নালিস্টের মধ্যে বক্তব্য রাখেন
মাছরাঙা টিভির আবু সোবহান রাসেল, বাংলাভিশন টিভির রাজিব দাস, আরটিভির মো. শাহীন হোসেন, দীপ্ত টিভির সাব্বির হোসেন, এসএ টিভির ফারুক হোসেন, এখন টেলিভিশনের মো. সুমন (জাপান), চ্যানেল এসের পারভেজ হোসাইন ও মনির মোহাম্মদ ইমাম বাকি, জিটিভির মো. সিরাজুল হক রুমেল, ডিবিসি নিউজের আরিফ চৌধুরী পলাশ, স্টার নিউজের নূর জামাল আপন, ডিবিসি নিউজের ওসমান গনি, নাগরিক টিভির মো. ইয়াছিন মিলন, এখন টেলিভিশনের মো. সোহেল, মোহনা টিভির মাহবুবুর রহমান, চ্যানেল আইর মধু ত্রিপুরা, ডিবিসি নিউজের আজাদ আহমেদ, যমুনা টিভির বিল্লাল হোসেন, মাছরাঙা টিভির মো. হাবিবুর রহমান ও ডিবিসি নিউজের মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে অভ্যাগত সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন এবং উপহার প্রদান করেন মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম কাশেমী।
অনুষ্ঠানে ইকরা মডেল একাডেমীর পরিচালক গোলাম হোসেন টিটু, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, হাজী লোকমান পাবলিক স্কুলের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শেখ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ ও জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও মতবিনিময়ে সুষ্ঠু নিরপেক্ষভাবে সাংবাদিকতা করার জন্যে চাঁদপুরজমিন সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক প্রকাশক রোকনুজ্জামান রোকন চাঁদপুরে তাদের এই প্রথম একযোগে আগমনে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাপশান।। বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের চাঁদপুরে আগমন উপলক্ষে মতবিনিময় সভায় সকলকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।