প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৭:৩২
রোববার চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির
প্রধান অতিথি অ্যাড. শাহজাহান খান

রোববার (৪ মে ২০২৫) সকাল ৯ টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমীর অ্যাড. মো. শাহজাহান খান।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানটিতে সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়েছে।