প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:৪২
এমন ঈদ উপহার কিছুটা ব্যতিক্রম

আমাদের সমাজে যে কোনো সেবামূলক কাজে গতানুগতিকতা স্বাভাবিক বিষয়। এর সাথে দায়সারা মানসিকতা এবং প্রদর্শনেচ্ছা তো আছেই। এমন বাস্তবতার বিপরীতে কিছু করাটা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও কষ্টকর। তারপরেও কেউ কেউ এমনটি করে। এমন কাজ করা একটি বিরল সংগঠন এবার খুঁজে পাওয়া গেলো ফরিদগঞ্জে। গতকাল চঁাদপুর কণ্ঠে ‘দেড় শতাধিক পরিবার পেলো গরুর গোস্ত ও ঈদ উপহার’ শিরোনামের সংবাদ পড়ে জানা গেলো সেই সংগঠনের নাম।
সংবাদটিতে লেখা হয়েছে, ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের দেড় শতাধিক পরিবারের মাঝে গরুর গোস্ত ও ঈদ উপহার বিতরণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এক অনুষ্ঠান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, “রমজানে অনেক পরিবার ভালো খাবার খেতে পারে না। তাই আমরা চেয়েছি, অন্তত একদিনের সেহেরীতে সবাই মিলে পেট ভরে খাবার খায়, সে জন্যে গরুর গোস্ত দিয়েছি। আর ঈদের দিন যাতে ঘরে সেমাই, নুডলস রান্না করে ছোট-বড় সবাই একসঙ্গে ঈদের আনন্দ করতে পারে, সে জন্যে অন্যান্য উপহার দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানুষের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া। ভবিষ্যতেও এ ধরনের কাজ চালিয়ে যাবো।” উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১ কেজি গরুর গোস্ত, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, চিনি ও দুধ দেওয়া হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে। সংগঠনটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী। দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা এর প্রধান লক্ষ্য। শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, অসহায়দের চিকিৎসা সহায়তা ও বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। স্থানীয় যুবকদের উদ্যোগে পরিচালিত এই সংগঠন সমাজের কল্যাণে সবসময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের গরুর গোস্তসহ ঈদ উপহার বিতরণকে আমরা অবশ্যই কিছুটা ব্যতিক্রম বলবো। কারণ, এমন উপহার প্রদানের কাজ অন্য সংগঠন, উদ্যোক্তা ও ব্যক্তিকে সচরাচর করতে দেখা যায় না। প্রায় সবাই রেডিমেড জিনিস কিনে ব্যাগে ঢুকিয়ে কোনোমতে বিতরণ করা ও ছবি তুলতে পারাটাকেই যথেষ্ট মনে করে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তৃপ্তির ঢেঁকুর তোলে। আমরা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কাছ থেকে ভবিষ্যতেও ব্যতিক্রম সেবামূলক কাজ প্রত্যাশা করছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।