প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১১:১১
কিংবদন্তি শিক্ষকের বিদায়: চাঁদপুর হারালো এক সমাজসেবককে

শোক সংবাদ
|আরো খবর
চাঁদপুর জেলার লাউতলী মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, খাজুরিয়া ক্লাবের সাবেক সেক্রেটারি, চাঁদপুর কণ্ঠের সংবাদদাতা এবং চাঁদপুর রোটারি ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেনের ছোট মামা,সোনালী ব্যাংকের ম্যানেজার (অবসরপ্রাপ্ত) মো: দেলোয়ার হোসেন এর ছোট ভাই মো. তাফাজ্জল হোসেন (৭৮) আজ শুক্রবার সকাল ৯:৪০ মিনিটে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন এই কিংবদন্তি শিক্ষক। তিনি একে একে চারবার ক্যান্সারে আক্রান্ত হন। সর্বশেষ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মো. তাফাজ্জল হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, আদর্শবান সাংবাদিক এবং সমাজসেবক। লাউতলী মাদ্রাসায় তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি শত শত ছাত্রের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধের জন্য শিক্ষক মহল ও এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
সাংবাদিক হিসেবে চাঁদপুর কণ্ঠ পত্রিকায় কাজ করার সময় তিনি স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে সোচ্চার ছিলেন। তাঁর বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন জনমত গঠনে ভূমিকা রেখেছে।
খাজুরিয়া ক্লাবের সেক্রেটারি হিসেবে তিনি অসংখ্য সমাজসেবামূলক কাজ করেছেন। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর নৈতিক দায়িত্ব।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ