প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:০৪
ঈদের বাজারে পকেটমারের তাণ্ডব: শ্রীনগরে ৫ হাজার টাকা খুইয়ে অসহায় নারীর আর্তনাদ

মুন্সিগঞ্জ, ২৪ মার্চ ২০২৫: ঈদের কেনাকাটা করতে এসে পকেটমারের শিকার হয়ে রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়লেন এক অসহায় নারী। ঘটনাটি ঘটেছে শ্রীনগর মাছ বাজারে, যা ঈদের আনন্দকে মুহূর্তেই বিষাদে পরিণত করেছে।
|আরো খবর
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ কেনার পর ফুটপাতের কাপড়ের দোকানে যান ওই নারী। সেখানে পোশাক কেনার সময় ব্যাগ খুলে দেখেন, তার বহু কষ্টে জমানো ৫ হাজার টাকা গায়েব! দরিদ্র এই নারী জানান, এই টাকা দিয়েই তিনি তার সন্তানদের জন্য ঈদের নতুন পোশাক কেনার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পকেটমারের দৌরাত্ম্যে তার সব স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়।
ঈদের আগে বাজারে পকেটমারদের রাজত্ব:
ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে, শ্রীনগরের বাজারে পকেটমারদের দৌরাত্ম্য ততই বাড়ছে। ক্রেতাদের ভিড়ের সুযোগ নিয়ে চোর ও প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে, যা ঈদের কেনাকাটাকে আতঙ্কের অপর নাম বানিয়ে তুলেছে।
এ অবস্থায়, কেনাকাটার সময় ব্যাগ ও টাকার নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা এবং জনবহুল এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। তারা মনে করেন, এই মুহূর্তে সাধারণ মানুষের সচেতনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা - উভয়ই জরুরি।
সাধারণ জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাজারে নিরাপত্তা জোরদার করেন। তা না হলে, ঈদের কেনাকাটার আনন্দ সাধারণ মানুষের জন্য চিরস্থায়ী বেদনার কারণ হয়ে দাঁড়াবে।
ডিসিকে/এমজেডএইচ