সোমবার, ২৪ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৩:৩১

শ্রীনগরে ইতিকাফ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, মুসল্লিদের ঢল।

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ইতিকাফ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, মুসল্লিদের ঢল।
ছবি : প্রতীকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লার মসজিদগুলোতে রমজানের শেষ দশকের ইতিকাফ শুরু হয়েছে। এই উপলক্ষে বাঘড়া তালুকদারবাড়ি আয়াতুল হামদ জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ২১ মার্চ, ২০ রমজান, সূর্যাস্তের পর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইতিকাফে বসেন। এই উপলক্ষে বাঘড়া তালুকদারবাড়ি আয়াতুল হামদ জামে মসজিদে এশা ও তারাবি নামাজের পর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম ইমান আলী মুন্সির বাড়ির মহিউদ্দিন সিদ্দিকীর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মসজিদ কমিটির সভাপতি মির্জা আলম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বেপারী, সাংবাদিক আব্দুল মান্নান সিদ্দিকী, মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাঘড়া তালুকদারবাড়ি বাইতুল হামদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু সাঈদ তার বক্তব্যে বলেন, ২০ রমজান দিবাগত রাতে প্রতিটি মসজিদে কমপক্ষে একজন হলেও ইতিকাফে বসা ফরজে কেফায়া। কমপক্ষে একজন আদায় করলে এর মাধ্যমে আল্লাহপাক ওই এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লির ইতিকাফের সওয়াব দান করেন। যদি কেউ আদায় না করেন, তাহলে ওই এলাকার সকল মুসল্লি গুনাহগার হবেন। ইতিকাফ রমজান মাসের ২০ তারিখ দিবাগত রাত থেকে শুরু হয়ে চাঁদ রাত পর্যন্ত চলবে।

দোয়া মাহফিল ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

বিশেষভাবে উল্লেখ্য, মহিউদ্দিন সিদ্দিকীর পিতা মরহুম আবু বকর সিদ্দিক কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর ইতিকাফে বসতেন। তিনি ধার্মিক মুসল্লি হিসেবে পরিচিত ছিলেন। ২০০৭ সালের ৩০ জুন ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তার পিতা মরহুম ইমান আলী মুন্সি ছিলেন একজন দানশীল ব্যক্তি ও শিক্ষানুরাগী। তিনি নিজ বাড়িতে অস্থায়ী আরবি শিক্ষালয় গড়ে তোলেন এবং এলাকার ছাত্রছাত্রীদের আরবি শিক্ষায় শিক্ষিত করতে সহযোগিতা করেন। এছাড়াও তিনি তার চাচাতো ভাই মরহুম ইসমাইল মুন্সি, ইয়াকুব মুন্সি ও রুদ্রপাড়া শিক্ষানুরাগী কফিল উদ্দিন মুন্সির যৌথ উদ্যোগে রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসায় জমি দান করেন। ফলে ১৯৫৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই মাদ্রাসায় শত শত ছাত্র আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। প্রতি বছর এই মাদ্রাসার ছাত্ররা হাফেজ হয়ে পাগড়ি পরে বিদায় নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আরবি শিক্ষকতা পেশায় সুনাম অর্জন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়