প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৩:১৯
শ্রীনগরে রাতের আঁধারে চোরের দৌরাত্ম্য, আতঙ্কিত এলাকাবাসী

মুন্সীগঞ্জের শ্রীনগরে সম্প্রতি চোরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ১৬ মার্চ রাতে বাঘড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোহরাব ডাক্তারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরের দল দুটি মুরগির খামার থেকে তালা ভেঙে ১৭টি মুরগি চুরি করে নিয়ে যায়। সোহরাব ডাক্তারের ছেলে আব্দুর রশিদ জানান, রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে।
|আরো খবর
এর আগে একই এলাকায় লুৎফর নামে এক ব্যক্তির বাড়িতেও চুরির ঘটনা ঘটে। এছাড়া, মনিপাড়ায় পরিমল দাসের মেয়ের বিয়ের রাতেও চোরের দল পাকা বাড়ির সুরক্ষিত দরজা ভেঙে ছয়টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরের দল রাতের অন্ধকারে বিভিন্ন বাড়িতে হানা দিচ্ছে। তারা মূলত নগদ অর্থ, মোবাইল ফোন, গয়না এবং গৃহস্থালীর জিনিসপত্র চুরি করছে। পুলিশ প্রশাসনের নজরদারি সত্ত্বেও চুরির ঘটনা ক্রমশ বাড়ছে।
এলাকাবাসীর দাবি, পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে এবং রাতের বেলায় টহল বাড়াতে হবে। পাশাপাশি, স্থানীয় যুবকদের নিয়ে নৈশ প্রহরার ব্যবস্থা করারও দাবি জানান তারা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে, আমরা এলাকায় টহল বাড়িয়েছি এবং চোরদের ধরতে অভিযান শুরু করেছি। এলাকাবাসীর সহযোগিতা পেলে আমরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।"
স্থানীয় বাসিন্দারা জানান, অবিলম্বে এই চোরদের গ্রেফতার করা না হলে, তারা তাদের মূল্যবান জিনিসপত্র হারানোর পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।