বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৯:৪৩

রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণে অর্থসহায়তা প্রয়োজন

আব্দুল মান্নান সিদ্দিকী
রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণে অর্থসহায়তা প্রয়োজন
ছবি : রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসা

শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তবে, নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রায় তিন কোটি টাকার প্রয়োজন, যার জন্য স্থানীয় ও প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহায়তা কামনা করা হয়েছে।

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি সম্পূর্ণ কওমি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ধনী পরিবারের শিক্ষার্থীদের পাশাপাশি এতিম, অসহায় ও অসচ্ছল পরিবারের ছাত্রদের জন্য আবাসিক সুবিধাসহ সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় আবাসিক সংকট নিরসনে মাদ্রাসা কর্তৃপক্ষ বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়।

এরই মধ্যে পাইলিং, বেজ ঢালাই ও শর্ট কলামের কাজ সম্পন্ন হয়েছে। তবে অবশিষ্ট কাজ চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন। মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহদী ইবনে শায়খুল হাদিস আল্লামা মুফতি নুরুল আমীন (রহ.) জানান, এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

যাকাত-ফিতরার মাধ্যমে সাহায্যের আহ্বান

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে তিনি ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানিয়েছেন, যাকাত ও ফিতরার অর্থ মাদ্রাসার ‘যাকাত ফান্ড’-এ দান করার জন্য। এ ছাড়া ভবন নির্মাণে যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করতে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:

☎ ০১৭৩০-৬৯৬৭৫৬

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়