প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২২:৩৭
সন্তানের জন্য জীবন উৎসর্গ: এক বাবার করুণ পরিণতি
যে ছবি কাঁদালো মানবতাকে

ময়মনসিংহের ফুলপুরে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক দুর্ঘটনার ছবি আজ আমাদের চোখে জল এনে দিয়েছে। সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদের পানিতে ডুবে গেলে এক বাবা তার ছোট্ট মেয়েকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন—কিন্তু ভাগ্য ছিল নির্মম। পানির অতল গহ্বরে হারিয়ে গেছে দুটি তাজা প্রাণ—একজন অসহায় বাবা ও তার স্নেহের কন্যা।
|আরো খবর
শেষ মুহূর্তেও সন্তানের হাত ছাড়লেন না বাবা
যে কোনো বিপদের সময় মানুষ নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এই বাবার কাছে নিজের প্রাণের চেয়েও প্রিয় ছিল তার ছোট্ট মেয়েটি। মৃত্যুর নিশ্চিত জেনেও তিনি তার আদরের সন্তানকে বুক থেকে আলাদা করেননি। যখন উদ্ধারকর্মীরা তাদের নিথর দেহ উদ্ধার করে, তখনও দেখা যায়, বাবা তার শিশুকন্যাকে শক্ত করে ধরে আছেন—যেন মৃত্যুর পরও ভালোবাসার বাঁধন ছিন্ন হয়নি।
একটি ছবি, এক হাজার অনুভূতি
এই একটি ছবি যেন হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী। এটি শুধু একটি দুর্ঘটনার চিত্র নয়, এটি একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। সন্তানের জন্য বাবা-মায়ের ত্যাগ যে কতটা নিখাদ ও অনস্বীকার্য, তারই প্রমাণ এই করুণ পরিণতি।
সড়ক দুর্ঘটনা: এক নীরব মহামারী
বাংলাদেশে প্রতিদিন অসংখ্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। কিন্তু এই ঘটনাটি শুধুই আরেকটি সংখ্যা হয়ে যাওয়ার নয়। এটি আমাদের মনে করিয়ে দেয়, সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে আর কত প্রাণ অকালে ঝরে পড়বে!
নিরাপদ সড়কের দাবি আরও জোরালো হোক
এই মর্মান্তিক ঘটনার পর আমাদের সকলেরই উচিত সড়ক নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়া। প্রশাসন, চালক ও যাত্রী—সবাই মিলে যদি সঠিক নিয়ম মেনে চলি, তাহলে হয়তো এমন হৃদয়বিদারক দৃশ্য আমাদের দেখতে হবে না।
আজকের এই ঘটনায় শুধু এক বাবা-মেয়ের জীবন চলে যায়নি, বরং একটি পরিবার ধ্বংস হয়ে গেছে, একটি সমাজ শোকস্তব্ধ হয়েছে। হয়তো আজ রাতেও কোনো এক ঘরে সেই বাবার স্ত্রী আর সন্তানের মা অন্ধকারে নিঃশব্দে কাঁদবেন, হয়তো কোনো ভাই-বোন অপেক্ষায় থাকবে, যদি ফিরে আসে তাদের আপনজন।
এই দুর্ঘটনাটি কেবল একটি ঘটনা নয়—এটি আমাদের জন্য একটি শিক্ষা, একটি আহ্বান—আমরা যেন আরও সচেতন হই, যেন আর কোনো বাবা-মাকে সন্তানের জন্য এভাবে প্রাণ দিতে না হয়।
ডিসিকে/এমজেডএইচ