বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০০:২৪

বিয়েবাড়িতে চুরি: শ্রীনগরে মনিপাড়ায় লাখ টাকার মোবাইল উধাও

আব্দুল মান্নান সিদ্দিকী
বিয়েবাড়িতে চুরি: শ্রীনগরে মনিপাড়ায় লাখ টাকার মোবাইল উধাও
ছবি : প্রতীকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের বাঘরা ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মনিপাড়ায় বিয়েবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পরিমল মনি দাসের মেয়ে রুপা মনি দাসের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সবাই যখন গভীর ঘুমে, তখনই চোরের দল বাড়ির সুরক্ষিত ভবনে ঢুকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা ও পরিবারের সদস্যরা রাত গভীর হলে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে চোরেরা পরিমল মনি দাসের সুরক্ষিত বিল্ডিংয়ের দরজার ছিটকানি খুলে শয়নকক্ষে প্রবেশ করে। ঘুমন্ত অতিথিদের কাছ থেকে পাঁচটি দামি টাচ মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।

চুরি হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন পরিমল মনি দাস। তিনি আরও জানান, চুরির পর দরজার পাশে একটি বাঁকা লোহার রড পড়ে থাকতে দেখা যায়, যা সম্ভবত ছিটকানি খোলার কাজে ব্যবহার করা হয়েছে।

বাঘরা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুজ্জামান ঘটনার বিষয়ে বলেন, “পরিমল মনি দাস বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে তিনি এখনো কাউকে সন্দেহ করতে পারেননি বা কোনো চোর শনাক্ত করতে পারেননি। আমি তাকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিমল মনি দাস থানায় কোনো জিডি করেননি।

বিয়েবাড়ির মতো আনন্দঘন মুহূর্তেও চুরির ঘটনা ঘটায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অপরাধ দমনে পুলিশের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়