প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪
মালয়েশিয়ায় কচুয়ার শ্রমিক মৃত্যু, পরিবারে শোকের মাতম

মালয়েশিয়ায় বিল্ডিংয়ের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে ইব্রাহীম হোসেন (৩০)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মাথায় ভারি বস্তু আঘাতে তার মৃত্যু হয়। নিহত ইব্রাহীম হোসেন কচুয়া উপজেলার বুধুণ্ডা গ্রামের ওমেদ আলী মৌলভী বাড়ির মোখলেছুর রহমানের পুত্র।
জানা গেছে, বুধুণ্ডা গ্রামে প্রবাসী যুবক ইব্রাহীম হোসেন অর্থ উপার্জনের লক্ষ্যে প্রায় ৯ বছর আগে সুদূর মালয়েশিয়ায় পাড়ি জমান। নিহতের ভাই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক মো. ওয়ালী উল্লাহ জানান, কিছুদিন পর ইব্রাহীম দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। সে লক্ষ্যে কনে দেখার কাজ চলছিল। কিন্তু দেশে ফেরত আসা হলো না তার। বর্তমানে তার লাশ মালয়েশিয়ার একটি হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে।
ইব্রাহীম হোসেনের মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবার ও স্বজনের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
নিহতের লাশ দেশে আনতে মালয়েশিয়া দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে নিহতের পরিবার ও এলাকাবাসী।