রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭

যুগান্তরের রজত জয়ন্তী উৎসবে কেক কাটা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো
যুগান্তরের রজত জয়ন্তী উৎসবে কেক কাটা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা ও মুকবুল স্মৃতি সংসদের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার তুলে দেন মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফখরুল আহমেদ ফয়সাল।

এ সময় তিনি বলেন, দৈনিক যুগান্তর তার জন্মলগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গণমানুষের কথা বলে আসছে। গণমাধ্যমে যদি আমজনতার হৃদয়ের কথা প্রতিফলিত হয়, তবে সরকার থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়া কেউই আমজনতার দাবির দায় এড়াতে পারে না। বিগত জুলাই বিপ্লবেও যুগান্তর তার সেই দায় থেকেই গণমানুষের পাশে ছিলো। যুগান্তরসহ প্রকৃত গণমাধ্যমগুলো আমাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহ জোগায়। আজকে এই রজত জয়ন্তী উৎসবে কেক কাটার বাইরে সমাজের অবহেলিত জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদানের মাধ্যমে বড় একটি উদাহরণ সৃষ্টি হলো। আশা করছি আমরা সকলে মিলে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এমকে মানিক পাঠান, একেএম সালাহউদ্দিন, মশিউর রহমান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, নারায়ণ রবি দাস, আনিছুর রহমান সুজন, এসএম ইকবাল, সাকিল হাসান, গাজী মমিন, মামুন হোসাইন, রুহুল আমিন স্বপন, শিমুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে কেক কেটে অতিথিবৃন্দ রজত জয়ন্তী পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়