প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮
হাজীগঞ্জে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন
![হাজীগঞ্জে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন](/assets/news_photos/2025/02/16/image-58953-1739656269bdjournal.jpg)
|আরো খবর
উদ্বোধনকালে প্রায় দুই সহস্রাধিক অতিথির উপস্থিতিতে দোয়া শেষে মোনাজাত করেন হাফেজ মো. জসিম উদ্দিন। সর্বশেষ অতিথিদের ডিনারের আয়োজন করে কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি বাবুল খান, সফিক দেওয়ান, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ। অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন। মোস্তফা কামাল সুমনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল ও সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ ও সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, আধুনিক ব্যবস্থাপনায় নির্মিত এই পার্ক এন্ড রেস্টুরেন্টে থাকছে বিনোদন ও ভোজনরসিকদের জন্য নানা সুযোগ-সুবিধা। এতে বিনোদনপ্রেমীরা সুন্দর ও স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পারবেন। এখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি কিডস্ প্লে জোন, ট্রেইন, নাগর দোলা, দোলনা, সুইমিং পুল এবং শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সজ্জায় সজ্জিত রেস্টুরেন্টে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, সাগরের মাছসহ সবধরনের ফাস্টফুড খাবার রয়েছে।
ডিসিকে/এমজেডএইচ