প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩
পরীক্ষা কেন্দ্রের বাইরে দুই বন্ধুর সংঘর্ষ
মায়ের হস্তক্ষেপে মীমাংসা
![মায়ের হস্তক্ষেপে মীমাংসা](/assets/news_photos/2025/02/10/image-58804-1739194627bdjournal.jpg)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত অভিভাবকদের হস্তক্ষেপে শান্ত হয়।
|আরো খবর
গত ৪ ফেব্রুয়ারি, স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় দিনের পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে প্রবেশ নিয়ে দুই বন্ধু সীমান্ত ও আলী রাজের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরীক্ষার পর, ক্ষিপ্ত হয়ে সীমান্ত আলী রাজকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি তৃতীয় দিনের পরীক্ষার দিন নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
বন্ধুদের ডাকা সংঘর্ষের প্রস্তুতি:
পরীক্ষা কেন্দ্রে আসার আগে আলী রাজ তার বন্ধুদের বিষয়টি জানালে তারা পরীক্ষার বাইরে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে, কেন্দ্রের অভিভাবকদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।
অভিভাবকদের হস্তক্ষেপে সমাধান:
এ খবর আলী রাজের বাবার কাছে পৌঁছালে তিনি তার মেয়েকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং এলাকার বড় ভাইদের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তারা সীমান্তের মাকে ডেকে আনেন।
মায়ের শাসনে সমাপ্তি:
সীমান্তের মা ঘটনাস্থলে এসে সবাইয়ের সামনে তার সন্তানকে শাসন করেন এবং আলী রাজের বাবার কাছে ক্ষমা চাইতে বলেন। সীমান্ত তার মায়ের কথা মতো আলী রাজের বাবার কাছে ক্ষমা চাইলে বিষয়টি মিটমাট হয়ে যায়।
পরিস্থিতি স্বাভাবিক হলে অভিভাবকরা এলাকার বড় ভাইদের ধন্যবাদ জানান এবং পরীক্ষার পরিবেশ পুনরায় স্বাভাবিক হয়।
এ ঘটনার পর স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ছোটখাটো বিষয় দ্রুত সমাধান করা গেলে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুষ্ঠু থাকবে।
ডিসিকে/এমজেডএইচ