বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০

শ্রীনগরে তারুণ্যের উচ্ছ্বাসে পিঠা উৎসবের বর্ণিল আয়োজন

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে তারুণ্যের উচ্ছ্বাসে পিঠা উৎসবের বর্ণিল আয়োজন
ছবি :শ্রীনগরে তারুণ্যের উচ্ছ্বাসে পিঠা উৎসব

"এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই"—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরেও অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পিঠা উৎসব। তরুণদের অংশগ্রহণে মুখরিত এই আয়োজন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

শ্রীনগরের বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা ইয়ার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী ও বিশিষ্ট সমাজসেবক নুরুল হক ভুট্টু।

উৎসবের আমেজে শিক্ষার্থী ও অভিভাবকরা:

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবের আনন্দ বাড়িয়ে তোলে। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ খুরশিদ আলম, নীলকমল দাস, শিক্ষক মোঃ কামরুজ্জামান, এ.কে.এস.এম. সোহরাব হোসেন, হালিমা খানম, সিদ্দিকা রহমান, আশরাফুল ইসলাম, সাধন সিকদার, শামীমা আক্তার, সাবেদুল ইসলাম, তুষার চক্রবর্তী, জেসমিন আক্তার, শাহিনুল, সাইফুল ইসলাম মোল্লা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুস্বাদু পিঠার বাহারি আয়োজন:

বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব মানেই স্বাদ, ঘ্রাণ আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। এই উৎসবে রকমারি পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো। ছিল ধোঁয়া ওঠা ভাপা পিঠা, সুগন্ধি পাটিসাপটা, মোহনীয় তেল চিতই এবং মচমচে চিতই পিঠা।

রসনায় ভিন্ন স্বাদ আনতে ছিল—

স্থানীয়দের

সেমাই কলই: মিষ্টি সেমাইয়ের মোড়কে তৈরি এক অপূর্ব পিঠা।

ভিজে পিঠা: গুড়-নারকেলের রসে ভিজিয়ে রাখা বিশেষ ধরনের পিঠা।

জামাই পিঠা: বিশাল আকৃতির নকশাদার পিঠা, যা জামাই আদরের প্রতীক।

মোরগ পিঠা: আকৃতিতে মোরগের মতো, যা শিশুদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করে।

পরিবেশবান্ধব উদ্যোগ ও প্রদর্শনী:

শুধু পিঠা নয়, উৎসবে পরিবেশ সচেতনতার বার্তা দিতেও নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ। নানা প্রজাতির বনজ ও ফলদ গাছের প্রদর্শনী ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলতে এটি ছিল প্রশংসনীয় প্রচেষ্টা।

ঐতিহ্যের সংরক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা:

স্থানীয়দের মতে, এমন আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতেও এই আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

পিঠার স্বাদ, উৎসবের আমেজ আর তারুণ্যের উচ্ছ্বাস—সব মিলিয়ে শ্রীনগরের এই পিঠা উৎসব হয়ে উঠেছিল এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা!

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়