শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮

মানিকের রহস্যময় জীবন: জানে না নিজের পরিচয়, এক দশক ধরে মনিরের আশ্রয়ে

"হতাশাজনক রহস্য"

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
ছবি :মানিক

দশ বছর ধরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় ঢাকা-দোহার সড়কের পাশে একটি চায়ের দোকানেই বসবাস মানিকের। তবে চাঞ্চল্যকর বিষয় হলো—মানিক নিজেই জানে না তার প্রকৃত পরিচয়, কোথায় তার বাড়ি কিংবা কারা তার বাবা-মা!

এক অজানা যাত্রা ও মনিরের আশ্রয়: এক দশক আগে, এক ভোরবেলায় রুদ্রপাড়া এলাকার মনিরের চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায় মানিক। সারাদিন পথেঘাটে ঘোরাঘুরি করার পর সন্ধ্যা নামলে সে দোকানে ঢুকে পড়ে। দোকানের মালিক মনির অনেক চেষ্টা করেও তাকে বের করতে পারেননি। শেষমেশ, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি মানিককে নিজের আশ্রয়ে রাখেন।

এরপর থেকে মানিক আর মনিরের সঙ্গ ছাড়েনি। অনেকেই চেষ্টা করেছেন তাকে দত্তক নেওয়ার, তবে মানিকের সাফ কথা—"আমি মনিরের কাছেই থাকব, অন্য কোথাও যাব না।"

এক দশক ধরে চায়ের দোকানে জীবনের গল্প: দীর্ঘ দশ বছর ধরে মানিক মনিরের চায়ের দোকানেই দিনযাপন করছে। দোকানের কাজকর্মে সাহায্য করা, অতিথিদের আপ্যায়ন, এমনকি দোকানের বাইরের রাস্তায় রাত কাটানো—এসবই তার দৈনন্দিন অভ্যাস। মনিরও তার খাবার, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে আসছেন।

নিজের বাড়ির ঠিকানার খোঁজ জানে না মানিক! এই প্রতিবেদক মানিকের কাছে জানতে চেয়েছিলেন তার বাড়ির ঠিকানা, বাবা-মায়ের নাম কিংবা শৈশবের কোনো স্মৃতি। কিন্তু আশ্চর্যের বিষয়, মানিক কিছুই বলতে পারেনি!

মনির জানান, যদি কোনোভাবে মানিকের প্রকৃত ঠিকানা খুঁজে পাওয়া যায় এবং তার পরিবারের সন্ধান মেলে, তাহলে অবশ্যই তিনি মানিককে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেবেন।

মানিকের পরিচয় কীভাবে জানা যাবে? প্রশাসনের উচিত মানিকের পরিচয় শনাক্ত করতে স্থানীয় থানা ও সমাজসেবার মাধ্যমে উদ্যোগ নেওয়া। প্রয়োজনে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে তার প্রকৃত অভিভাবকদের খুঁজে বের করা সম্ভব হতে পারে।

দশ বছর ধরে পরিচয়হীন এই তরুণের জীবন এক রহস্য। সে কোথা থেকে এসেছে, কেন নিজের পরিবারকে মনে করতে পারে না—এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। প্রশাসন ও স্থানীয় জনগণের সহায়তায় হয়তো মানিকের হারানো পরিচয় একদিন ফিরে পাওয়া যাবে।

(পাঠক, যদি আপনার কাছে মানিকের পরিবারের সম্পর্কে কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে নিকটস্থ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন।)

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়