প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪০
মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল (৩৫) মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা যায়, মো. সোহেলের মা রওশন আরা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে ইন্তেকাল করেন। শনিবার দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়ার সময় সোহেল হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. সোহেল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি দুই সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. রফিকুল ইসলাম বলেন, "মায়ের জানাজায় অংশ নিতে এসে ছেলের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ তাদের দু'জনকেই জান্নাত নসিব করুন।"
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম বলেন, "মো. সোহেল ও তার মায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাদের এই শোক সইবার শক্তি দেন।"
মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে ছেলের এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর দাগ কেটেছে। স্থানীয়রা এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ডিসিকে/এমজেডএইচ