মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৭

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, পাঁচজন গুরুতর আহত

রক্তাক্ত রাত: কী ঘটলো?

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
রক্তাক্ত রাত: কী ঘটলো?

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কেয়াইন ইউনিয়নের ঢাকা-শ্রীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহপুর পরিবহনের একটি মিনি বাস দ্রুতগতিতে চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্কিং করা একটি কালভার্ট ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন।

নিহতদের পরিচয়:

১. রায়হান (৩৪), পিতা মহিউদ্দিন, বাড়ি সিরাজদিখান উপজেলার মালখা নগর ইউনিয়নের দেবীপুর ফকির বাড়ি।

২. জীবন শেখ (২৪), পিতা মৃত নুরুল ইসলাম, বাড়ি শ্রীনগর উপজেলার কল্লীগাঁও গ্রামে।

আহতদের পরিচয়:

১. অমিত (২৮), পিতা আব্দুল হান্নান, বাড়ি শ্রীনগর উপজেলার কুশরিপাড়া গ্রামে।

২. প্রভাত ইসলাম, পিতা মৃত শেখ জহির, বাড়ি শ্রীনগরের বীরতলা গ্রামে।

৩. মোঃ সাগর (৪৯), পিতা সোরহাব শেখ, বাড়ি শ্রীনগর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামে।

৪. আব্দুর রহমান (১৮), পিতা ফজল খান, বাড়ি ফেইনপুর গ্রামে।

স্থানীয়রা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মিনি বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়