বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৬

রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে ব্যাপক ভক্ত সমাবেশে অন্নকূট

স্টাফ রিপোর্টার
রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে ব্যাপক ভক্ত সমাবেশে অন্নকূট
প্রতিকি ছবি

দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয়েছে। অন্নকূট উৎসবকে কেন্দ্র করে ৮ নভেম্বর শুক্রবার মন্দির প্রাঙ্গণে সকাল সাড়ে ৫টায় মঙ্গল আরতি, সাড়ে ৭টায় দর্শন আরতি, বাল্যভোগের প্রসাদ বিতরণ, মধ্যাহ্নে দেশ ও জাতির কল্যাণ কামনাপূর্বক পূজা, প্রার্থনা ও শ্রীশ্রী রাধা মুরারী মোহনজীর সন্তুষ্টিতে শতাধিক ব্যঞ্জনাদিসহ হরেক রকম মিষ্টিজাত দ্রব্যাদি দ্বারা অন্নকূটের ভোগ অনুষ্ঠিত হয়। এই সময় ভক্তদের পরিবেশিত ভোগআরতি ও হরিনাম কীর্তনে মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। তারা গিরী গোবর্ধনের নামে জয়ধ্বনি দিতে থাকেন। তাদের আনন্দ উৎসাহ আর মুহুর্মুহু শঙ্খ উলুধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মহা মিলনমেলায় পরিণত হয়। ভোগ আরতি শেষে ভক্তগণ মহা আনন্দে প্রসাদ গ্রহণ করেন। অন্নকূট অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয়। আগত ভক্তদের স্বাগত জ্ঞাপনপূর্বক তাদের প্রসাদ গ্রহণে তদারকি করেন মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি রোটারিয়ান রিপন সাহা। তিনি ভক্তদের আগমনে সন্তুষ্টি জ্ঞাপনপূর্বক প্রতি বছর যাতে এমনি করে ধর্মীয় উৎসবাদির আয়োজন করতে পারেন সেজন্যে সকলের সহযোগিতা ও মন্দিরে অনুষ্ঠিত সকল ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতি কামনা করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অন্নকূট অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, সাংগঠনিক সম্পাদক গৌতম পোদ্দার, জেলা জজকোর্টের এপিপি অ্যাডঃ লক্ষ্মী রাণী দত্ত, বিশিষ্ট কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর দাস, সদস্য আশীষ মজুমদার, মুরারী মোহন জিউড় মন্দিরের প্রধান উপদেষ্টা সমর কান্তি সাহা, কার্যকরী সদস্য বাপ্পি মন্ডল, বিশ্বনাথ ঘোষ, দীপক মজুমদার, বিশ্বজিৎ ঘোষ, বিমান সাহা, চন্দন পাল, প্রান্ত সাহাসহ ব্যাপক সুধীজনদের উপস্থিতি পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন নেত্রকোনা থেকে আগত শচীনন্দন দাস মহাশয়। পুরাণবাজার হরিসভা রোডস্থ প্রমত্তা মেঘনা নদীর পাড় ঘেঁষে মনোরম পরিবেশে গড়ে ওঠা মন্দিরটিতে প্রতিষ্ঠালগ্ন থেকেই অন্নকূট অনুষ্ঠান, চৌষট্টি মহন্তের ভোগ, দামোদর মাসে মাসব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্ত্তন, শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা, কালী পূজা, শিব রাত্রি উদযাপন, রথযাত্রার বিশেষ অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন, হরিনাম কীর্ত্তনসহ ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানাদি ও নিত্য সেবা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও ভক্তদের জন্য অন্নপ্রাশনসহ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে বলে মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান। প্রতিদিনই ভক্তদের ব্যাপক উপস্থিতি হয় বলে জানা যায়। বর্তমানে দামোদর মাস উপলক্ষে মাসব্যাপী (কার্তিক মাস) মন্দির প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ, পরমেশ্বর ভগবানকে প্রদীপ দান, আরতি কীর্ত্তন, নামজপসহ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। অনুষ্ঠানে সকল সনাতন ধর্মাবলম্বীকে অংশ নেওয়ার জন্যে বিনীত আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা সমর কান্তি সাহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়