প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:২৭
কাল পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে চৌষট্টি মহন্তের ভোগ আরাধনা!

দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্যাপক ভক্ত সমাবেশের মধ্যে দিয়ে আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে পরম ঈশ্বর ভগবানের সন্তুষ্টি কামনায় ব্যাপক আয়োজনে চৌষট্টি মহন্তের ভোগ আরাধনা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে এদিন মন্দির অঙ্গনে ভোর সাড়ে ৫টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি, ৯টায় পরমেশ্বর ভগবানের বাল্যভোগ, সাড়ে ১০টায় শ্রী শ্রী রাধা মুরারী মোহন ও শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারাণীর রাজ বেশে দর্শন, দুপুর সাড়ে ১২টায় ৬৪ মহন্তের ভোগ আরতি ও ভোগ নিবেদন, দুপুর দেড়টায় ভোগ দর্শন অন্তে প্রসাদ বিতরণ করা হবে। ৬৪ মহন্তের ভোগ আরাধনায় পৌরোহিত্য করবেন ভারতের শ্রীধাম বৃন্দাবনের অষ্টোত্তর শত বৈষ্ণব চরণ দাস বাবাজী মহারাজ।
৬৪ মহন্তের ভোগ আরাধনা উপলক্ষে গত ১১ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) হতে আগামী ১৭ নভেম্বর সোমবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় মন্দির অঙ্গনে শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানসমূহে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন মন্দির ও স্থানসমূহের ভক্তবৃন্দের আন্তরিক উপস্থিতি ও প্রসাদ গ্রহণের বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি রোটারিয়ান রিপন সাহা।
তিনি জানান, মন্দির প্রতিষ্ঠালগ্নের শুরুতে পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব মুরারী মোহন দাস বাবাজী-এর আদেশক্রমে পুরাণবাজার শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে চৌষট্টি মহন্তের ভোগ আরাধনার আয়োজন করা হয়। গুরুদেবের অকৃত্রিম কৃপায় সেই আয়োজনকে স্মরণ করে প্রতি বছর মন্দিরের ভক্তদের সহযোগিতায় ৬৪ মহন্তের ভোগ আরাধনার আয়োজন করতে চেষ্টা করি। এই আয়োজনে জেলার বিভিন্ন স্থান থেকে প্রচুর ভক্তের উপস্থিতি পরিলক্ষিত হয়। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলা প্রশাসনসহ ভক্তদের আন্তরিক সহযোগিতায় মন্দিরের সেবা পূজার কার্যক্রম এগিয়ে চলছে। ভক্ত নিবাস, রন্ধনশালাসহ এখনো অনেক উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়েছে। সে সকল উন্নয়নমূলক কাজ সম্পন্নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, শাস্ত্রানুযায়ী কার্তিক মাস (দামোদর মাস) আমাদের কাছে একটি পবিত্র মাস হিসেবে বিবেচিত। এই মাসে আমরা ভগবানের সান্নিধ্য ও সমাজের কল্যাণ কামনায় মাসব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এই পবিত্র মাসে প্রতিদিন রাধা মুরারী মোহন জিউড় মন্দির প্রাঙ্গণে সকালে পূজা পার্বণ, দুপুরে ভোগরাগ, প্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। আমরা পারিবারিকভাবে সকলেই নিরামিষ আহারের মাধ্যমে মন্দিরের সেবা পূজার পবিত্রতা রক্ষা করতে চেষ্টা করেছি। সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই পারিবারিকভাবে এই পবিত্র মাসে সকল ধরনের আমিষ বর্জন ও নিরামিষ আহারপূর্বক গৃহ ও মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করে থাকেন। তারই ধারাবাহিকতায় মুরারী মোহন জিউড় মন্দিরেও মাসব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন ব্যাপক ভক্ত সমাবেশ হওয়ায় মন্দির কমিটির পক্ষ থেকে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ প্রমত্তা মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরটির প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিকভাবে ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ পূজা, ভোগ আরাধনা, প্রসাদ বিতরণ, চিড়া দধি মহোৎসব, ভগবান গিরি গোবর্ধনের সন্তুষ্টি কামন








