প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩২
শাহরাস্তি কেন্দ্রীয় শাহ সাহেব জামে মসজিদ পরিচালনায় নতুন কমিটি
সভাপতি ফজলুল করীম সম্পাদক ডাঃ ছিদ্দিকুর রহমান
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শাহরাস্তি কেন্দ্রীয় নূর উদ্দিন শাহ্ সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটি। এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তম আলীর ছেলে ফজলুল করীম বাবুকে সভাপতি ও ডাঃ ছিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মসজিদ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি করার জোর দাবি তোলেন স্থানীয় মুসল্লিরা। পর পর কয়েকটি জুমায় ঝামেলা হওয়ার পর সমাধানে এগিয়ে আসেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। তারা পূর্বের কমিটি বাতিল করে নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেন। অন্তর্বর্তীকালীন কমিটি সৎ, যোগ্য ও নামাজি মুসল্লিদের মধ্য থেকে ২৫ জনকে বেছে নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের নিয়ে ৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেন। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : শাহরাস্তি জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ বেলাল হোসেন, ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সাত্তার, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক হোসেন মিয়াজী, শিক্ষক ও সমাজসেবক আব্দুল আজিজ পাটোয়ারী, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইয়ুম রিপন। মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি হলো : সভাপতি- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফজলুল করিম বাবু, সহ-সভাপতি-হাজী আব্দুল জাব্বার, ছেফায়েত উল্যাহ পাটোয়ারী, সাবেক কাউন্সিলর আবুল কাশেম, সাধারণ সম্পাদক-শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য ডাঃ ছিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক-ইসমাইল হোসেন বাবুল মিয়াজী, কোষাধ্যক্ষ- সাইফুল ইসলাম, আদায়কারী-সাইফুল ইসলাম রাঢ়ি, পাঠাগার সম্পাদক- তারেক আল আজাদ, সম্মানিত সদস্যবৃন্দ : কাজী মোশাররফ হোসেন কিরণ, আমির হোসেন রাঢ়ি, মিজানুর রহমান রাঢ়ি, শাহাবুদ্দিন পাটোয়ারী, হাফেজ শাহজালাল পাটোয়ারী, শামছুল আলম, ফরিদ আহমেদ খোকন, আবুল হোসেন মিয়াজী, দেলোয়ার হোসেন মিয়াজী, মোঃ মামুন পাটোয়ারী, ফারুক হোসেন মিয়াজী, আবুল খায়ের মনু, আলমগীর হোসেন বিপ্লব, আলী হোসেন, হারুন অর রশিদ ও গোলাম সরোয়ার পাটোয়ারী।