রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মদনা দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে রেদওয়ান খান বোরহান

রাসুল (সাঃ)-এর আদর্শকে ধারণ করে আমাদের জীবন গড়তে হবে

রাসুল (সাঃ)-এর আদর্শকে ধারণ করে আমাদের জীবন গড়তে হবে
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ছারছীনা শরীফের বিশিষ্ট খলিফা মদনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফি মোখতার আহমদ (রহঃ)এর ১২তম ওফাত দিবস উপলক্ষে ২ দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।

গত ১০ ও ১১ ফ্রেরুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র খতমে কোরআন ও দোয়া হয়।

মদনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওলানা শাহ মোঃ কাউছার আহম্মেদের পরিচালনয় ২য় দিনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেদোয়ান খান (বোরহান)।

রেদোয়ান খান তার বক্তব্যে বলেন, মাহফিল যেহেতু একটি দ্বীনি বিষয়, তাই দ্বীনের অন্যান্য বিষয়ের মতো রাসূল (সাঃ) ও সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহীনদের অনুসরণ করে আমাদের সবাইকে চলতে হবে। মানুষের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আকিদা-বিশ^াসের সংশোধনের ক্ষেত্রে ওয়াজ-মাহফিলের গুরুত্ব অপরিসীম।

তিনি আরো বলেন, রাসুল (সাঃ)-এর আদর্শকে ধারণ করে আমাদের জীবন গড়তে হবে। প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা (সাঃ)-এর আদর্শ নিয়ে জীবন গড়তে পারলে আখেরাত শান্তিময় হবে।

ইলম ও আমলওয়ালা ওলামা ও বুজুর্গানে কেরামগণকে মাহফিলে দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

মাহফিলে দেশ বরেণ্য প্রখ্যাত পীর মাশায়েখ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরাম তাশরিফ আনেন। মাহফিলে মদনা দরবারের ওলামা, খোলাফা, পীর ভাই মোহেব্বিন ও জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ এবং দ্বীনদার মুসলমানসহ সকল উম্মাহর জন্যে দোয়া করা হয়।

মাহফিলে আরো নসিহত করেন ঢাকা মিরপুর বাইতুস ছালাম জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতী জামিল হোসাইন সালেহী সাহেব, বাংলাদেশ জমাইয়ত হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওঃ সাইফুদ্দীন খন্দকার, চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ এটি.এম. মোস্তফা হামিদীসহ ওলামায়ে কেরামগণ। পরে দেশের শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

এছাড়াও আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান শুক্রবার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ গ্রাম লক্ষ্মীপুর খান বাড়িতে তার বাবা ও মায়ের কবর জিয়ারত করেন।

চাঁদপুর সদর ও হাইমচরের নেতা-কর্মী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি থেকে দলীয় নেতা-কর্মী ও মাদ্রাসার এতিম ছাত্রদের এবং অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন রেদওয়ান খান বোরহান ও তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়