প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৯:১০
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা
৫ জানুয়ারি হাইমচর কচুয়া ও ফরিদগঞ্জের ২৭ ইউপিতে ভোটগ্রহণ
পঞ্চম ধাপে সারাদেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তার মধ্য চাঁদপুরের হাইমচর উপজেলার ২টি ইউনিয়ন আলগী দুর্গাপুর উত্তর এবং নীলকমল ইউনিয়ন রয়েছে। ২৭ নভেরম্বর শনিবার কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
|আরো খবর
এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৯০তম মূলতবি সভা শেষে ইসি সচিব জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্ন ১৪ ডিসেম্বর। মনোনযনপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।
সে সুবাদে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৩টি, কচুয়ার ১২টি ও হাইমচরের ২টি ইউনিয়নে এই দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ম ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলার যে ২৭ ইউপিতে নির্বাচন হবে : হাইমচরের ২টি ইউনিয়ন- ২ নং আলগী দুর্গাপুর উত্তর ও ৪নং নীলকমল।
ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়ন- বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ, চরদু:খিয়া পূর্ব, চরদু:খিয়া পশ্চিম। কচুয়ার ১২টি ইউনিয়ন - সাচার, পাথৈর, বিতারা, পালাখাল মডেল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ, আশ্রাফপুর।